সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট জিসান ফিলিং ষ্টেশন এলাকায় ট্রাক চাপায় শ্রী মতি বানভাসি (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী শ্রী মতি গোবিন্দগঞ্জ উপজেলার মতুরা গ্রামের অতেন চন্দ্রের স্ত্রী। মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান সি,এন,জি থেকে যাত্রী মহাসড়কের উপর পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তার উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মা মারা গেলেও ভাগ্যক্রমে বেচে যায় ৩ বছরের ছেলে সন্তান। পুলিশ জানায়, ঘটনারপর ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশকে হস্তান্তর করেন। ঘাতক ট্রাক ও সিএনজি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ