সংবাদদাতা,কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতবাড়ি সম্পূর্নরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সোমবার (১৫ জুন) মধ্যরাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে আগুনে রীতা বেগম (৩৫) নামে এক গৃহীনি আহত হয়েছে । তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে । আহত রীতা বেগমের স্বামী মো: নুরুল ইসলাম হাওলাদার জানান, রান্না করার সময় গ্যাস পাইপে লিকেজ থাকায় সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরিত হয়ে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লে বাড়ীটি সম্পূর্নরূপে ভস্মিভূত হয়ে পুড়ে ছাই হয়ে যায় । স্থানীয় বাসিন্দা মো.জহিরুল ইসলাম জানান, গ্যাস ব্যাবহারে অভ্যস্ত না থাকায় অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে । স্থানীয়দের চেষ্টায় আশে-পাশের বাড়ীতে আগুন ছড়াতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।
আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ