আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

নিজ শহরের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন মেয়র কামরান

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা,সিলেট: নিজ শহরের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান । সোমবার (১৫ জুন) সিলেট নগরের মানিকপীর টিলায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁরই শেষ ইচ্ছা অনুযায়ী মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে সিলেট সিটির সাবেক এই জননন্দিত মেয়রকে। জোহরের নামাজ শেষে ছড়ারপার জামে মসজিদে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে অল্প সংখ্যক লোক জানাজার নামাজে অংশগ্রহণ করেন। প্রথম জানাজার পর দ্বিতীয় জানাজার জন্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ মানিকপীর কবরস্থানে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। দাফন শেষে বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। এর আগে দ্বিতীয় জানাযা শেষে মরদেহে ফুল দিয়ে নেতাকর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

 

আলোকিত প্রতিদিন/১৫ জুন ‘২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -