আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের ৯ উপজেলাকে রেডজোন ঘোষণা, আসছে লকডাউন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ১০ ওয়ার্ডের সাথে ৯ উপজেলাকেও রেডজোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে প্রথম লকডাউন করা হচ্ছে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড। আর মঙ্গলবার ১৬ জুন মধ্যরাত ১২টার পর থেকে ২১ দিনের জন্য লকডাউন হচ্ছে পুরো উত্তর কাট্টলী ওয়ার্ড এলাকা। এই সময়ের মধ্যে ঘর থেকে কোনো মানুষ বের হতে পারবে না। এমনকি ওষুধের দোকানও বন্ধ থাকবে। আর পুরো এলাকার লোকদের সহায়তার জন্য থাকবে সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। এদিকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় চট্টগ্রামের ৯ উপজেলাকে রেডজোন, ২ উপজেলাকে হলুদ ও অপর দুই উপজেলাকে গ্রীনজোন হিসেবে চিহিৃত করা করেছে। রেডজোন উপজেলাগুলো হলো- হাটহাজারী, পটিয়া, সীতাকুন্ড, বোয়ালখালী,চন্দনাইশ, বাঁশখালী, রাঙ্গুনিয়া, রাউজান ও আনোয়ারা। সাতকানিয়া, ফটিকছড়ি উপজেলা হলুদ জোন এবং সন্ধীপ, মিরসরাইকে গ্রীন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, গত ১৪ দিনে আক্রান্ত বিবেচনায় এসব জোন ভাগ করা হয়েছে। তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর ও চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ যৌথভাবে চট্টগ্রামের ৯ উপজেলাকে রেড জোন হিসেবে শনাক্ত করেছে। মূলত প্রতি ১ লাখ জনসংখ্যায় গত ১৪ দিনে ১০ জন আক্রান্ত হয়েছে এমন এলাকাগুলোকেই রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়।’ সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, রেডজোন ঘোষিত উপজেলাগুলোর প্রশাসনকে এ বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলাগুলোকে লকডাউনের আওতায় আনা হবে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী লকডাউন চলাকালীন সময়ে চিহ্নিত এলাকায় সরকারি আধাসরকারি, স্বায়িত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। লকডাউন চলাকালীন সময়ে চিহ্নিত ওয়ার্ডে যানবাহন, জন চলাচল ও দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া প্রত্যেককেই অবশ্যই ঘরে থাকতে হবে। তিনি আরও জানান, লকডাউন চলাকালীন সময়ে এলাকার অধিবাসীরা নিজের এলাকায় থাকবেন এবং বাইরের কেউ এলাকায় প্রবেশ করতে পারবেন না। যারা ঘরে আবদ্ধ থাকবেন তাদের প্রয়োজন ও চাহিদা পূরণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষথেকে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। এই নিয়ন্ত্রণ কক্ষের নির্দিষ্ট টেলিফোন নম্বরে এলাকাবাসীর চাহিদা মোতাবেক ন্যায্য বাজারমূল্যে খাদ্য,ওষুধপত্রসহ দৈনন্দিন স্বাভাবিক জীবন যাপনের উপকরণ ঘরে ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা থাকবে। যারা হতদরিদ্র তাদের অবস্থার কথা বিবেচনা করে খাদ্য সহায়তা দেয়া হবে। জানা গেছে, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পুলিশ প্রশাসন রেডজোন গুলোতে লংডাউনের কার্যক্রম চালাবেন। মঙ্গলবার (১৬ জুন) থেকেই উপজেলাগুলোতে লকডাউন কার্যক্রম শুরু হবে।

 

আলোকিত প্রতিদিন/১৫ জুন ‘২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -