সংবাদদাতা,ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বৈশ্বিক করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মাননীয় এমপি মহোদয় ও জেলাপ্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে ১৫ জুন দিবাগত রাত ১২টা থেকে ৩০ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত ভাঙ্গা পৌরএলাকা লক-ডাউন ঘোষনা করা হয়েছে। ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ আলআমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময়ে শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া বাকি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এমনকি ভ্যান, রিক্সা, অটোরিক্সা, মটরসাইকেল, বাইসাইকেল, নছিবন, করিবন, ইজিবাইকসহ সমস্ত জান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে প্রশাসনের পক্ষথেকে মাইকিং করেও সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৫ জুন ‘২০/এসএএইচ