::সংবাদদাতা, ফরিদপুর::
ফরিদপুর শহরের রথখোলায় এলাকায় জমি সংক্রান্তের জেরে তিনজন গুরুতর আহত হয়েছে। জমিজমার বিরোধে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ সময় আহত ফরিদপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম ঘোষের দোকানে মালামাল কেনা বাবদ নগদ ৬০ হাজার টাকা লুট করার অভিযোগও পাওয়া যায়। আহত অন্যরা হলেন- গৌর ঘোষ (৩৩), অলোক ঘোষ (২৯)।
আহতদের অভিযোগসূত্রে জানা যায়, গুরুতর আহত উত্তম ঘোষের স্ত্রী বাশন্তি রানী জানান, রথখোলা নদীর পারে ২.৫০ শতাংশ জায়গা বিকু নাথ ও কেষ্ট নাথের কাছ থেকে কিনে নেয়। কিন্তু দীর্ঘদিন যাবত আশন্ত কুমার সাহা গংরা অন্যায় ভাবে জোরদখল করার চেষ্টা করে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার এবং থানা পুলিশের মাধ্যমে সালিশ হলেও সমাধান হয়নি। পরে গতকাল বিকেলে অতর্কিত তাদের ওপর হামলা করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানান।
এ ব্যাপারে আহতের পরিবার কোতয়ালী থানায় ফোন করলে তাৎক্ষণিক কোতয়ালী থানা পুলিশ কর্মকর্তাগন হাসপাতালে গিয়ে আহতদের খোজখবর নেন এবং প্রতিপক্ষের হামলায় আহতের ব্যাপারটি নিশ্চিত হন বলে জানা যায়।