নাসিমকে নিয়ে ব্যাঙ্গ করা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা আটক

0
479
::সংবাদদাতা, বেরোবি::

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্তকে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে শনিবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন সিরাজাম মনিরা। তার মৃত্যুকে নিয়েই ওই শিক্ষিকা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গ করে ‘যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল’ লিখে পোস্ট দেন। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি সবার কাছে জানাজানি হলে পরে তা ডিলিট করেন তিনি। কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here