সংবাদদাতা, গাইবান্ধা : গাইবান্ধায় শিখা (২৬) নামে এক নকল নারী পুলিশকে আটক করেছে সদর থানা পুলিশ। রোরবার সকালে শহরের বাসটার্মিনাল এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত নকল পুলিশ সদস্যের বাবার বাড়ি রাজশাহী জেলার রাজপাড়া উপজেলার বাসুয়া গ্রামে।
পুলিশ জানায়, অভিযুক্ত শিখা নকল পুলিশ সেজে দ্রব্যাদী ক্রয় করে থাকে এবং নিজেকে পুলিশ হিসাবে তাকে বিশ্বাস করাতে দোকান থেকে বাঁকিতে পুলিশি রংয়ের কাপড় কিনে পার্শ্ববর্তী টেইলার্সে তৈরি করতে দেয়।
বেশ কিছু দিন পার হলেও তাকে খুঁজে পায় না দোকানদার। কয়েকদিন পরে আবারো বাসস্ট্যান্ড এলাকায় তার আচরণে ও কথাবার্তায় সন্দেহ হলে থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী। এর প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো: শাহরিয়ার বিষয়েটি নিশ্চিত করে আলোকিত প্রতিদিনকে বলেন, অভিযুক্ত নকল নারী পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- Advertisement -