সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৭ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়ালো ১৫৮ জনে। ( ১৩ জুন )শনিবার নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সুন্দরগঞ্জে ২,ফুলছড়িতে ১ এবং গোবিন্দগঞ্জ উপজেলার ৪ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ৬৭ জন, গাইবান্ধা সদরে ২৭, ফুলছড়িতে ৬, সাঘাটায় ১৩, পলাশবাড়ীতে ১৬, সুন্দরগঞ্জে ১৩ এবং সাদুল্লাপুর উপজেলায় ১৬ জন রয়েছে। গত ৬ দিনে গাইবান্ধায় ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২৪ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১২৯ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ২ জন, সাদুল্লাপুরে ১ জন এবং সুন্দরগঞ্জ উপজেলার ২ জনের মৃত্যু হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৪ জুন ‘২০/এসএএইচ