সরকার দেশবাসীকে নিরাপদ রাখতে সর্বদা সচেষ্ট : ঢাকা দক্ষিণ যুবলীগ সিনিয়র সহ-সভাপতি মধু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

::জোছনা মেহেদী::

যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হাসান খান নিখিলের পক্ষে হতদরিদ্র ও মধ্যেবৃত্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে দক্ষিণ যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু বলেছেন, ‌‌‘আমাদের সরকার দেশবাসীকে নিরাপদ রাখতে সর্বদা সচেষ্ট। বর্তমানে পরীক্ষামূলক রাজাবাজারসহ দুইটি এলাকা পুরোপুরি লকডাউন করা হয়েছে। সেখানে মানুষ যেন অসহায়ত্ব বোধ না করে সেজন্য খাদ্য সরবরাহ করেছে। ওষুধের জরুরি সেবা চালু রেখেছে।;
মধু বলেন, ‘আমাদের যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হাসান খান নিখিল আপনাদের পাশে ছিলেন, আছেন। করোনাকালীন যে কোন পরিস্থিতিতে ভয় পাবেন না। নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন।’
তিনি আরও বলেন, ‘এই মানবিক পরিস্থিতিতেও অনেকে বিভিন্নভাবে প্রতারণা করছেন। আপনারা প্রতারিত হচ্ছে। এটা দুঃখজনক। আমাদের নেতা সব বিষয়ে নজর রাখছেন। কাউকেই তিনি ছাড় দেবেন না। আপনারা সজাগ থাকুন।’

শুক্রবার রাজধানীর ভিক্টোরিয়া পার্ক, কোতয়ালী থানা, গেন্ডারিয়া থানা, বংশাল থানা ও সূত্রাপুর থানার বিভিন্ন অঞ্চলে ১ হাজার হতদরিদ্র ও মধ্যেবৃত্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। মানবতার ফেরিওয়ালা খ্যাত আহাম্মদ উল্লাহ মধুর নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় আহমেদ উল্লাহ মধু বলেন, ‘বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপসের নেতৃত্বে ঢাকা দক্ষিণ যুবলীগের ত্রান কার্যক্রম অব্যহত থাকবে। করোনা মহামারির শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা দক্ষিণের যুবলীগের নেতৃবৃন্দ ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ত্রাণ বিতরণ কর্মসূচি চলতে থাকবে।’
ত্রাণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা মনির হোসেন সাহিন, এহসানুল আলম প্রিন্স সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব এবং ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম মিন্টু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উপদপ্তর সম্পাদক আরিফুর জামান আরিফ, আওয়ামীলীগের ধর্মবিষায়ক উপ কমিটিরসদস্য এ কে আজাদ সরকার, যুবলীগ মহানগর দক্ষিণের সহসম্পাদক ইমরান খান, যুবলীগ নেতা শেখ তিতাস, মাহফুজুর রহমান, নজরুল ইসলাম বাবু, আহাসান উল্লাহ রাসেল, রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।

- Advertisement -
- Advertisement -