প্রতিনিধি,দিনাজপুর: দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় দিনাজপুরের কমলপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী দিনাজপুর সদর -৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম এমপি’র দিক নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় ২৯০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জানা যায়, গত (১১ জুন) দুপুরে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের ২৯০ এবং ৭নং ওয়ার্ডের ৫৯টি অসহায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। এসময় উপস্থিত ছিলেন, কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজেদুর রহমান সরকার,ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন চৌধুরীসহ অনেকেই। ত্রাণ সামগ্রী বিতরনকালে ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাজেদুর রহমান সরকার এবং ইউপি সদস্য মকবুল হোসেন চৌধুরী বলেন, দেশে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আপনারা সরকারি নির্দেশনা মেনে চলবেন। প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন। সাবান দিয়ে সর্বদা দুহাত ভালোভাবে ধুয়ে পরিস্কার রাখবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে একে অপরের সাথে কথাবার্তা ও আলাপ-আলোচনা করবেন। আমরা প্রত্যেকে নিজেদের পরিবারকে সুস্থ্য রাখবো এবং অপরকে সুস্থ্য থাকার সুযোগ করে দিব। নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ থাকার সুযোগ দিন।
আলোকিত প্রতিদিন/১৩ জুন ‘২০/এসএএইচ