২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ৪৬, আক্রান্ত ৩৪৭১

0
379

সৈয়দ এনামুল হুদা: দেশে গত ২৪ ঘণ্টায় বিশ্ব মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এটা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাড়ালো মোট ১ হাজার ৯৫ জনে। একই সময়ে ভাইরাসটি নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৭১ জন। এটাও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮১ হাজার ৫২৩ জনে। শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নতুন সংযুক্ত ৩ টিসহ মোট ৫৯টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৭১ জন। ফলে এ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮১ হাজার ৫২৩ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৯৫ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৫০ জন।

 

আলোকিত প্রতিদিন/১২ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here