সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ১২ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়ালো ১৪৭ জনে। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাইবান্ধা সদরে ৫, পলাশবাড়ীতে ৫, সুন্দরগঞ্জে ১ এবং সাদুল্লাপুর উপজেলার ১ জন রয়েছে। গত ১১ জুন বৃহস্পতিবার রাতে গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ এ তথ্য জানান। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ৬৩ জন, গাইবান্ধা সদরে ২৬, ফুলছড়িতে ৫, সাঘাটায় ১০, পলাশবাড়ীতে ১৬, সুন্দরগঞ্জে ১১ এবং সাদুল্লাপুর উপজেলায় ১৬ জন রয়েছে। গত ৪ দিনে গাইবান্ধায় ৬৩ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। গত ২৪ ঘন্টায় (১১ জুন) বৃহস্পতিবার নতুন করে ৭৩ জনসহ ৬০৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৯৮, গোব্দিন্দগঞ্জে ১৯৭, গাইবান্ধা সদরে ১১৪, ফুলছড়িতে ৩২, সাঘাটায় ১৪, পলাশবাড়িতে ২৪ এবং সাদুল্লাপুর উপজেলায় ১২৫ জন রয়েছে।
আলোকিত প্রতিদিন/১২ জুন ‘২০/এসএএইচ