মানিকগঞ্জে কৃষকের আড়াই বিঘা ধান কাটলো ছাত্রলীগ নেতা ফারাবী এবং যুবলীগ নেতা নাহিদ

0
712

সৈয়দ এনামুল হুদা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের দিক নির্দেশনায়, মানিকগঞ্জ জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের আহবানে এবং সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের অনুপ্রেরণায় মানিকগঞ্জ সদর উপজেলার বকজুরি গ্রামের প্রান্তিক কৃষক শুভ মিয়ার আড়াই বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। জানা যায়, আজ বৃহস্পতিবার (১১ জুন) সদর উপজেলার বকজুরি গ্রামের কৃষক শুভ মিয়া জমির পাকা ধান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিনমজুরের অভাবে কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর শুনেই হাজির যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সাবেক উপ-তথ্য সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মাহদী আল ফারাবী এবং পৌর যুবলীগ নেতা নাহিদুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে যুবলীগ এবং ছাত্রলীগের একদল নেতাকর্মীরা তার জমির ধান কেটে দিয়েছে। এ বিষয়ে মাহদী আল ফারাবী বলেন , মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষকদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় এবং মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল এবং সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের আহবানে পৌর যুবলীগ এবং জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে পৌরসভার বকজুরি গ্রামের কৃষক শুভ মিয়া চাচার আড়াই বিঘা জমির ধান কেটে দিয়েছি। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের এই কর্মসূচি। এই ধারাবাহিকতা আগতদিনগুলিতেও অব্যাহত থাকবে। বকজুরি গ্রামের কৃষক শুভ মিয়া জানান, দেশে চলমান করোনা ভাইরাসের কারণে জমির ধান পাঁকার পরও শ্রমিক সঙ্কটে ধান কাটতে পারছিলাম নাহ। কিন্তু যুবলীগ এবং ছাত্রলীগের এ নেতাকর্মীরা সংবাদ পেয়ে এসে আমার জমির ধান কেটে দিলেন। এতে আমি উপকৃত হয়েছি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সদস্য ও পৌর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সামিউর রহমান কম্পন, খানবাহাদুর আওলাদ হোসেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ মাহমুদসহ যুবলীগ এবং ছাত্রলীগের অনেকেই ধান কাটায় সহযোগিতা করেন।

 

আলোকিত প্রতিদিন/১১ জুন ‘ ২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here