সংবাদদাতা,মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালক সহ ২জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮ টায় টেকের হাটের তুলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মস্তফাপুর হাইওয়ে পুলিশ এসে লাশ ২টি উদ্ধার করে এবং ট্রাক ও নসিমন জব্দ করে। নিহতরা হলেন নসিমন চালক সোহেল মুন্সি ও ব্যাবসায়ি সেলিম খলিফা। মস্তফাপুর হাইওয়ে ফারির ইনচার্জ দ্বীন মোহাম্মাদ জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮ টার সময় টেকের হাটের তুলাতলা নামক স্থানে দাড়ানো গ্যাস বোঝাই ট্রাকের পিছনে মাদারীপুর থেকে আসা নসিমন টি সজোরে আঘাত করে এতে ঘটনা স্থানেই ২জনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানান,মৃতরা হলেন মাদারীপুর সদরের মিঠাপুর গ্রামের শাহজাহান মুন্সির ছেলে নসিমন চালক সোহেল মুন্সি (৩৮)ও উত্তর দুধখালি গ্রামের নুর উদ্দিন খলিফার ছেলে পিয়াজ ব্যাবসায়ি সেলিম খলিফা (৪৫)। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ এসে লাশ ২টি উদ্ধার করে এবং ট্রাক ও নসিমন জব্দ করেন। মস্তফাপুর হাইওয়ে ফারীর ইনর্চাজ দ্বীন মোহাম্মাদ জানান, খবর পেয়ে আমরা এসে লাশ ২টি উদ্ধার করি এবং ট্রাক ও নসিমন জব্দ করি।এবং লাশ উদ্ধারের সময় পিয়াজ ব্যাবসায়ি সেলিম খলিফার নিকট ১৮ হাজার ৫শত টাকা পাই যা আমাদের কাছে আছে। যথাযতভাবে ওই টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আলোকিত প্রতিদিন/১১ জুন ‘২০/এসএএইচ