আশুলিয়ায় রাজু গ্রুপের একটি নতুন প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন

0
506

মো:আলী হোসেন,সাভার: সাভারের আশুলিয়ায় রাজু গ্রুপের একটি নতুন প্রতিষ্ঠান বালু বিক্রয়ের গদি’র শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে আশুলিয়ার ব্রিজ সংলগ্ন রাজু ব্রিকফিল্ডের সামনে বালু বিক্রয়ের একটি প্রতিষ্ঠান শুভ উদ্বোধন করেন আশুলিয়ার কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি রাজু গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা রাজু আহাম্মেদ। এসময় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। উদ্বোধন শেষে রাজু আহাম্মেদ বলেন, আজ রাজু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অন্যান্য প্রতিষ্ঠানের সাথে নতুন একটি প্রতিষ্ঠান যুক্ত হলো বালু বিক্রির গদি।এখান থেকে আপনারা সুলভ মূল্যে মান সম্মত বিভিন্ন ধরণের বালু ক্রয় করতে পারবেন। তিনি আরো বলেন,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই গৃহবন্দি কর্মহীন গরীব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।এরই ধারাবাহিকতায় যতদিন বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব থাকবে ততোদিন এই সকল গরীব ও অসহায় মানুষ গুলোর পাশে থাকবো। করোনা ভাইরাসের ব্যাপারে সতর্ক করে দিতে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে সতেচন থাকতে হবে এবং অন্যকে সতেচন করতে হবে।সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে নয়।ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজু আহাম্মেদের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম,এক মাত্র শিশু কন্যা রোমানা আক্তার নিরা,আশুলিয়ার বিভিন্ন মসজিদের ইমামসহ আরো অনেকেই।

 

আলোকিত প্রতিদিন/১১ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here