সংবাদদাতা,বগুড়া: বগুড়ার বগুড়া-রংপুর মহাসড়কে অজ্ঞাতনামা ট্রাকের চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১১ টায় মহাসড়কের গোকুল ঈদগাহ মাঠ সংলগ্ন ওজন নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বগুড়া ফুঁলবাড়ি দক্ষিনপাড়া গ্রামের মৃতঃ বুলু মিয়া সরদারের ছেলে উজ্জল হোসেন (৩৫)। সে জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক বলে জানা যায়। উক্ত ঘটনায় আহত হয়েছেন জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান (৫০) তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় একটি টিভিএস মোটর সাইকেল যোগে উজ্জল হোসেন এবং মাহফুজার রহমান সোনাতলা থেকে বগুড়া ফেরার পথে পিছন থেকে একটি অজ্ঞাত নামা ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়। সংবাদ পেয়ে বগুড়া সদর থানার এস আই খোরশেদ আলম রবি সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে ১১ টায় ঘটনাস্থলে পৌঁছে লাশের অবস্থাদির রির্পোট শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেন এবং মোটর সাইকেলটি জব্দ করেন। নিহত উজ্জল হোসেনের পরিবার সূত্রে জানা যায়, জেলা স্বর্ন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান ও যুগ্ন সাধারন সম্পাদক উজ্জল হোসেন ব্যবসায়ী কাজে সোনাতলা গিয়েছিলেন, বগুড়া বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত মাহফুজার রহমানের শারিরীক অবস্থাও খুব আশংকাজনক বলে তারা জানান।
আলোকিত প্রতিদিন/১০ জুন ‘২০/এসএএইচ