দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৭, মোট ১০১২, নতুন আক্রান্ত ৩১৯০

0
405

সৈয়দ এনামুল হুদা: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন প্রাণ হারিয়েছেন। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১৯০ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৪ হাজার ৮৬৫ জনে।
বুধবার (১০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৬৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯০ জনের মধ্যে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৪ হাজার ৮৬৫ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ১ হাজার ১২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৬৩ জন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৫ হাজার ৯০০ জন।

 

আলোকিত প্রতিদিন/১০ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here