মাদারীপুরে করোনায় নতুন আক্রান্ত ৪০, মোট ২৫৪

0
360

সংবাদদাতা,মাদারীপুর: মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৫ জন, কালকিনিতে ৭ জন, রাজৈরে ৮ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৪ জনে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৯৪ জনের ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৪০ জনের রিপোর্ট পজেটিভ ও বাকিদের নেগেটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত ৪০ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সদর উপজেলায়। জেলায় আক্রান্ত ২৫৪ জনের মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, শিবচর উপজেলায় ৪৪ জন, রাজৈর উপজেলায় ৭৪ জন এবং কালকিনি উপজেলায় ৫২ জন। আক্রান্তদের মধ্যে ৯০ জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন।
মাদারীপুরের সিভিল সার্জন মোঃ সফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ১৯৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে জেলায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৪০ জন। নতুন আক্রান্তদের হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন /৯ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here