সংবাদদাতা,ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাকসাতরা এলাকায় গ্যাস সিলিন্ডার বহনকারী লড়ি ও কাভার্ড ভ্যানের সংঘষে ১ জন নিহত। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ১০ টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই হাদিউল ইসলাম জানান,সোমবার রাত ১০টার দিকে ঢাকা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে নাফকো কোম্পানির একটি লড়ি ময়মনসিংহ যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাকসাতরা এলাকায় একটি কাভার্ড ভ্যান পিছন থেকে থাক্কা দিলে লড়িটি উল্টে গিয়ে মহাসড়কে পরে যায়। সেই সময় নাফকো কোম্পানির কর্মচারী নেপাল বনিক ঘটনাস্থলেই মারা যায়। নিহত নেপালের বাড়ী ঝালকাঠি জেলায়। তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার লিগেজ হওয়ায় বিশেষজ্ঞ এনে গ্যাস ছেড়ে দিয়ে দুর্ঘটনা কবল গাড়ীটি রাস্তা থেকে সরাতে দেরী হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিস প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ