সংবাদদাতা,ফরিদপুর: ফরিদপুরে সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক ইক্ষু উন্নয়ন সহকারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) চিনিকলের প্রশিক্ষন ভবনে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গাজী মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল আজিম, সঞ্জিত মন্ডল, চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মো. রফিকুল ইসলাম, ডিজিএম আবুল বাশার, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু প্রমুখ। ফরিদপুর চিনিকলের সহযোগিতায় বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সমন্বিত গবেষনা কার্যক্রম জোরদার করন প্রকল্পের অর্থায়নে মোট ২৫ জন সিডিএ ও সিআইসি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তিতে আখচাষ বিষয়ক বিভিন্ন কলাকৌশলের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ