গাইবান্ধায় ট্রাক চাপায় ওয়াসা কর্মীর মৃত্যু

0
371

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় আরিফুজ্জামান (৩৩) নামে এক মোটর সাইকেল আরোহীর মুত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুজ্জামান গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম বাটিকামারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। গাইবান্ধা থেকে মটর সাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। স্থানীয়রা জানায়, আরিফুজ্জান গাইবান্ধা থেকে মটরসাইকেল যোগে পিয়াস (১৭) নামে এক যুবকের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। হঠাৎ করে বোয়ালিয়া এলাকায় পিছনের দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পিছনে থাকা ঐ যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয় এবং মরদেহ পরিবারের নিকটে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

 

আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here