প্রতিনিধি,সাটুরিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ আঃ কুদ্দুস মিয়ার মেয়ে পলি আক্তারকে সাটুরিয়া থানা পুলিশ গত ৪ জুন বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছেন বলে জানা গেছে। আটক করার বিষয়ে সাটুরিয়া থানায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর (তদন্ত) কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব জানান যে, তিল্লী ইউপির বিএনপি নেতা আঃ কুদ্দুস মিয়ার মেয়ে পলি আকতার তার নিজস্ব মোবাইলের ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আঃলীগের শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও নানা খারাপ কটূক্তিসহ বিভিন্ন বিরূপ মন্তব্য উল্লেখ করে স্ট্যাটাস দিয়ে তার আইডিতে প্রচার-প্রকাশ করেছে। যার ফলে পরবর্তীতে এ ঘটনায় তিল্লী ইউপির ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই কটূক্তিকারী পলি আক্তারের বিরুদ্ধে অভিযোগ এনে সাটুরিয়া থানায় মামলা দায়ের করে। যার মামলা নম্বর হচ্ছে সাটুঃ(৩) ৪/৬/২০২০ইং (ডিজিটাল নিরাপত্তা) সুতরাং ওই মামলায় তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ