সাঘাটায় ক্ষতিগ্রস্থ ব্রিজ মেরামত না করায় জনদুর্ভোগ

0
344

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় ২০১৯ সালের ভয়াবহ বন্যার পানির স্রোতে ভেঙ্গে যায় সাঘাটা উপজেলার বাটি ব্রিজটি। এলাকার মানুষের যাতায়াতের জন্য পাশে নির্মাণ করা হয় একটি কাঠের সাঁকো। সেটিও এখন নড়বড়ে অবস্থা। ফলে হাজারো মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়েছে। শুধু দুর্ভোগই নয়, এটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সাঘাটা উপজেলার বোনারপাড়া-রামনগর-গোবিন্দগঞ্জ সড়কে ঝুঁকিপূর্ণ এই সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে। এলাকাবাসী বলেন, সাঘাটা- গোবিন্দগঞ্জ সড়কের বাটি গ্রাম এলাকার কাঁঠের সাঁকোর উপর দিয়ে গাইবান্ধা সদর,সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার মানুষ দেশের বিভিন্ন এলাকায় চলাচলা করে। শুধু মানুষই নয়, যাত্রীবাহী ও মালবাহী পরিবহনও যাতায়াত করে।ব্রিজটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। ফলে ব্রিজটির পাশে কাঁঠের সাঁকো নির্মাণ করা হয়। এই সাঁকোর উপর দিয়ে কোনোমতে যাতায়াত চলছিল। এমন অবস্থায় সেটিও এখন ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে যাচ্ছে। প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। বর্তমানে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ প্রধান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজটি পুননির্মাণের জন্য উপজেলা পরিষদ সভায় আলোচনা করা হয়েছে। গাইবান্ধা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ছবিউল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্টগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

 

আলোকিত প্রতিদিন/৮ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here