[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

বগুড়ায় ১৫ পুলিশ সদস্যের করোনা জয়

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা,বগুড়া: বগুড়া জেলা পুলিশের ১৫ সদস্য করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। শুধু তাই নয় সুস্থ হয়ে উঠা পুলিশ সদস্যরা কাজেও যোগ দিয়েছেন। সোমবার (৭ জুন) বিকেল ৪টায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম(বার)। গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মহামারী রুপ নেওয়ায় এর সংক্রমণ বিস্তার রোধে বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম(বার) সহ সকল পুলিশ সদস্য সরাসরি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। মানুষকে ঘরমুখী করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানো, অসুস্থ্য রোগীকে হাসাপাতালে ভর্তি করা, বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ীতে খাবার পৌঁছে দেওয়া, জ্বর,সর্দি,কাশি নিয়ে মৃত ব্যক্তিদের লাশ দাফন-কাফন থেকে শুরু করে সব ধরনের কাজ করে আসছে পুলিশ সদস্যরা। যে কারণে জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে পড়েন। আক্রান্তদের চিকিৎসার জন্য সিভিল সার্জনের তত্ত্বাবধানে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে করোনা আইসোলেশন সেন্টার বানানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ওঠেন ১৫ জন পুলিশ সদস্য। করোনা ভাইরাস জয়ী পুলিশ সদস্যরা হলেন, এসআই আব্দুল বারী, এসআই মোজাহার আলী, এসআই বাবুল হোসেন,এসআই ইলিয়াস কাঞ্চন, এটিএসআই সিরাজুল ইসলাম, নায়েক রফিকুল ইসলাম, কনষ্টেবল আজিজুল হক, সুজন কুমার, মিজানুর রহমান, অসীম কুমার, আল বাসির, তাহিদুল ইসলাম, অপ‚র্ব ইসলাম,মোছলিমা বানু,আনিছুর রহমান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সুস্থ্য হয়ে ওঠা ১৫ জন পুলিশ সদস্য সোমবার বিকেল থেকেই কাজে যোগ দিয়েছেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ২৬ জন পুলিশ সদস্য, বর্তমানে তারা ভালো আছেন।

 

আলোকিত প্রতিদিন/৮ জুন ‘২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -