গাইবান্ধায় সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে বাসদ মার্কসবাদীর মানববন্ধন

0
419

গাইবান্ধা,সংবাদদাতা: জাতীয় বাজেটে বরাদ্দ থেকে জেলা-উপজেলায় করোনা টেষ্ট ও সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ সুচিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার (৮ জুন) শহরের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ (মার্কসবাদী)’র সদস্য সচিব মনজুর আলম মিঠু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট নেতা সবুজ মিয়া, নারীমুক্তি কেন্দ্র জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন প্রমুখ। বক্তারা করোনা মহামারি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে অবিলম্বে জেলা ও উপজেলায় করোনা টেষ্ট এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ সু-চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবী জানান। লকডাউন তুলে দিয়ে সবকিছু স্বাভাবিক করে দেয়ায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এর ফলে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে এবং পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠবে। সরকারের এই গনবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্তদের তিন মাসের খাদ্য বিনামূল্যে নিশ্চিত এবং ন্যূনতম এক মাসের খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে কার্যকর লকডাউন ঘোষনার দাবী জানান। সেইসাথে বাসভাড়া বৃদ্ধির গনবিরোধী সিদ্ধান্ত বাতিল, জ্বালানি তেলের মূল্য কমানো, এনজিও ঋণ,কৃষি এবং ক্ষুদ্র-মাঝারী ব্যাবসায়ীদের ব্যাংক ঋণ মওকুফ করে দ্রুত সহজ শর্তে- সরকারের কাছে স্বল্পসুদে ঋণ প্রদান করারও দাবি আহবান জানান। শুধু তাই নয়, করোনা পরবর্তী মহামন্দা মোকাবেলায় চলতি ইরি-বোরো মওসুমে ন্যূনতম ৭০ লক্ষ মে. টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করাসহ এবিসি ক্যাটাগরি করে গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্তদের রেশন সরবরাহের উদ্যোগ গ্রহন করার দাবী জানান।

 

আলোকিত প্রতিদিন/৮ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here