আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

হেফাজত আমির আহমদ শফী আইসিইউতে

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

::সংবাদদাতা, চট্টগ্রাম::

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী। রোববার রাত ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৯৫ বছর বয়সী আহমদ শফিকে আইসিইউতে রাখা হয়েছে বলে তার ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাস মাদানী জানিয়েছেন। তিনি  বলেন, “পেটের পীড়াসহ বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করানো হয়।’ তবে ভর্তির পর তার বাবার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানান আনাস মাদানী।

বয়ঃবৃদ্ধ আহমদ শফী এর আগেও বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাকে সর্বশেষ গত ১১ এপ্রিল হজম এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেওয়ায় চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটলে এর তিন দিন পরেই তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

- Advertisement -

হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলুম মুঈনুল ইসলামের মহাপরিচালক শফী তার ঘরানার মানুষের কাছে যেমন শ্রদ্ধেয়, তেমনি নারীবিরোধী নানা বক্তব্যের কারণে অন্য মহলে সমালোচিত।

- Advertisement -
- Advertisement -