সুন্দরগঞ্জে নদীগর্ভে বিলীন ৩ শতাধিক বসতভিটা

0
336

সংবাদদাতা,গাইবান্ধা: অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গত কয়েকদিনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া এবং শ্রীপুর ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ভিটাবাড়ী হারিয়ে খোলা আকাশের নীচে পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছে তারা। শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান শহিদুল ইসলাম বলেন, তিস্তা নদীর অব্যাহত ভাঙ্গনে গত কয়েকদিনে শ্রীপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের শতাধিক ঘড়বাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে। গত ৬ জুন শনিবার পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সৈয়দ-ই-মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/৭ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here