বগুড়ায় মীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

0
428

সংবাদদাতা,বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে ফাঁকা মাঠে গার্মেন্টসকর্মী মীম আক্তারকে ধর্ষণ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারাদেশে নারী শিশু ধর্ষণ-নির্যাতন, হত্যা বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে। রবিবার (৭ জুন) দুপুর ১টায় শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার আহবায়ক দিলরুবার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ করা হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলার আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য রেনুবালা, আকলিমা খাতুন, রাধারানী বর্মন প্রমুখ।এসময় বক্তারা বলেন, সংবাদ মাধ্যমে জানা যায় মিম আক্তারকে তার স্বামী ৩ জুন ডিভোর্স দেয় এবং ৪ জুন মোবাইল কেড়ে নিয়ে বাড়ী থেকে বের করে দেয়। সেদিনই সে ঢাকা থেকে সন্ধা ৬টার গাড়িতে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। ৫ জুন সকালে মিমের লাশ শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে ফাঁকা মাঠে পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার রহস্য উদঘটন না হতেই দেখা গেল চাকরি দেয়ার নাম করে গাইবান্ধা থেকে ডেকে এনে শিবগঞ্জে ধর্ষণ করা হলো। সমাবেশ ও মানববন্ধনে নেতৃবৃন্দরা অবিলম্বে মীম ধর্ষণ, হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সারাদেশে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।

 

আলোকিত প্রতিদিন/৭ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here