প্রতিনিধি,টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই যুবকের মধ্যে আব্দুল্লাহ (২৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার (৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মানিকপুর আঙ্গারখোলা এলাকায় সেতু সংলগ্ন বংশাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। নিহত আব্দুল্লাহ উপজেলার ছনখোলা গ্রামের আব্দুল বাছেদের পুত্র। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, ‘দুই যুবক মিলে দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা দুইজন পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে বিকেলে একজনের মৃতদেহ উদ্ধার করে। এরপর পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়। অপরজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
আলোকিত প্রতিদিন/৭ জুন ‘২০/এসএএইচ