::জোছনা মেহেদী::
যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল হোসেন খান নিখিলের পক্ষে ত্রাণ বিতরণের দ্বিতীয় দিনে দলের দক্ষিণ মহানগর সিনিয়র সহ-সভাপতি আহম্মদ উল্লাহ্ মধু বলেছেন, ‘করোনা মোকাবেলায় কঠোর সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রথম থেকেই সতর্কতার সঙ্গে নানা পরিকল্পনা গ্রহণ করে চলেছেন। দীর্ঘ সাধারণ ছুটির পর এখন রেড, ইয়োলো, গ্রিন জোনে বিভক্ত করা হচ্ছে। আমাদের যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সব সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। আর এই করোনাকালীন সময়ে সব সময় জনগণের পাশে থাকছেন।’
মধু বলেন, ‘আপনারা নিজেরা সতর্ক থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। কোন ভাবেই অবহেলা করবেন না। আমার কিছু হবে না- ভাবলেই ক্ষতির মধ্যে শুধু নিজে পড়বেন না। অন্যরাও আপনার কারণে ক্ষতির মধ্যে পড়তে পারে। তাই অন্যকে বাঁচাতে নিজে নিরাপদে থাকুন। অযথা ঘোরাঘুরি বন্ধ করুন। একান্ত প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন।’
রোবাবার যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পক্ষে শান্তিবাগ ১২ ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে হতদরিদ্র ও মধ্যেবৃত্ত ৫০০ পরিবারের মাঝে সহযোগিতা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সিকদার আলী, মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, সদস্য ধর্মবিষায়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ এ কে আজাদ সরকার, দক্ষিণ মহানগর যুবলীগ সহসম্পাদক মো. ইমরান খান, যুবলীগ নেতা নজরুল ইসলাম বাবু, মাহফুজুর রহমান,আহসান উল্লাহ রাসেল, মো. রবিউল ইসলাম প্রমুখ। সার্বিক তত্বাবধানে ১২ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক রমজান আলী, যুগ্ম আহ্বায়ক মাহফুজ, মো. আল হাসান ও শেখ নাজমুল ইসলাম রনি প্রমুখ।