সৈয়দ এনামুল হুদা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের অনুপ্রেরণায় মানিকগঞ্জের শিবালয়ে প্রান্তিক কৃষকের ২০ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।আজ শনিবার (৬ জুন) উপজেলার মহাদেবপুর ইউনিয়নের কৃষক আলীমুদ্দিনের জমির পাকা ধান মজুরীর অভাবে কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর শুনেই হাজির ছাত্রলীগ নেতাকর্মীরা। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মীরা তার জমির ধান কেটে তা মাড়াই করে বাড়িতে পৌঁছে দেয়।
এ বিষয়ে কাজী রাজু আহমেদ বুলবুল আলোকিত প্রতিদিনকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষকদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় এবং মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়ের অনুপ্রেরণায় আমরা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ শিবালয়ের বরংগাইলের আলিমুদ্দীন কাকার ধান কেটে মাড়াই করে দিয়েছি। বিগত এক মাস পূর্ব থেকেই জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আমাদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্থানের কৃষকের জমির ধান কেটে দিয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের কর্মসূচি। আমাদের এ কর্মসূচি আগত দিনগুলিতে কৃষকের ধান ঘরে পৌঁছে দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। মহাদেবপুর ইউনিয়নের কৃষক আলীমুদ্দিন জানান, দেশে চলমান করোনা ভাইরাসের কারণে জমির ধান পাঁকার পরও শ্রমিক সঙ্কটে ধান কাটতে পারছিলাম নাহ। কিন্তু ছাত্রলীগের এ নেতাকর্মীরা সংবাদ পেয়ে এসে আমার জমির ধান কেটে ঘরে তুলে দিলেন। এতে আমি উপকৃত হয়েছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, উপ প্রচার সম্পাদক প্রদীপ রাজ দ্বীপ ,ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জন, সাধারণ সম্পাদক রওশন সুমন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নাদিম হোসেন, শিবালয় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সেলিম রেজা, মহাদেবপুর ইউনিয়ন কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিব হোসেন সহ অনেকেই।
আলোকিত প্রতিদিন/৬ জুন ‘২০/এসএএইচ