সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় বাঁধের উপর বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় রশিদা বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার গোদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোদারহাট এলাকায় নদীরক্ষা বাঁধের উপর বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে মারামারি চলছিলো। এ সময় রশিদা বেওয়া থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাঁধের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অবশ্য এ ঘটনার মূল আসামী শফিকুল ইসলাম এবং সহযোগী ২ নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার মূল রহস্য উৎঘাটনসহ বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আলোকিত প্রতিদিন /৬ জুন ‘২০/এসএএইচ