বিশ্ব পরিবেশ দিবসে ঝাড়ু হাতে সালমান খান

0
359

ডেস্ক বিনোদন : ৫ জুন ছিলো বিশ্ব পরিবেশ দিবস। বিশেষ এই দিনটিতে বলিউডের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নায়ক সালমান খান তার ভক্তদের সবসময় পরিচ্ছন্ন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। শুক্রবার সালমান তার বাগানবাড়ি থেকে একটি ভিডিও এবং বেশকিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যেখানে সালমানকে ঝাড়ু হাতে দেখা যায়।

মূলত: সালমানের বাগানবাড়ির পথ শুকনো পাতা ও নোংরায় ভরে গিয়েছিলো। নায়ক নিজেই পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়ে সবাইকে সচেতন থাকার অনুপ্রেরণা দিয়েছেন। এই কাজে তার সঙ্গে ছিলেন তার প্রেমিকা ইউলিয়া ভান্তুরও।

লকডাউনের শুরু থেকেই পরিবার ও নিকট কিছু বন্ধু-বান্ধবকে নিয়ে নিজের বাগানবাড়িতে সময় কাটাচ্ছেন সালমান খান। তার সঙ্গে গিয়েছিলেন বোন অর্পিতা এবং জ্যাকলিন ফার্নান্ডেজ, ওয়ালুসা ডি’সুজাসহ আরও কিছু বন্ধু-বান্ধব। অর্পিতাদের সঙ্গে সময় কাটাতেই পানভেলে গিয়েছিলেন নায়ক সালমান। সালমানের মা-ও তার সঙ্গে ছিলেন। সেখানে থেকেই জ্যাকলিনের সঙ্গে মিউজিক ভিডিওর শুটিংও করেছেন তিনি।

 

আলোকিত প্রতিদিন/৬ জুন’২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here