মাদারীপুরের কালকিনিতে ১০১পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
378

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন জুরগাঁও গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (৪ জুন ২০২০) রাত ৮টার এ অভিযানে মাদক কারবারী মো: সোহেল হাওলাদারকে (৩২) অটক করে র‌্যাব-৮। মাদক কারবারী সোহেলের পিতা সাইদুল হাওলাদার, সোহেলের বাড়ি মাদারীপুর জেলার উত্তর চরআইরকান্দি, কালকিনি থানায়। র‌্যার-৮ মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করেন সোহেলকে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১০১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজন থেকে জানা যায়, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৫ জুন’২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here