সংবাদদাতা,বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৫ জনে। আজ ৪ জুন জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন করে বগুড়ায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৭জন ও ২ শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, শাজাহানপুরের ২জন, গাবতলীর ২জন, শেরপুরের ২জন, দুপচাঁচিয়ার ৪জন, সারিয়াকান্দি ও ধুনটের ১জন করে রয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে এর মধ্যে বগুড়ার ১৫ জনের করোনা পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে সেখানে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ গাউসুল আজিম বলেন, বর্তমানে এ জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৫ জন। মৃত্যু হয়েছে ১জন। চিকিৎসাধীন আছে ৪৩৯ জন।
আলোকিত প্রতিদিন/৪ জুন ‘২০/এসএএইচ