সংবাদদাতা,ভালুকা(ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় কটন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ জুন)দুপুরে উপজেলার হবিরবাড়ি আমতলী এলাকায় অবস্থিত কটন গ্রুপের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে তারা। শ্রমিকরা জানায়, সকালে কারখানার গেইটে গেলে কর্তৃপক্ষ তাদেরকে কাজে যোগ দিতে দেয়নি। বিনা নোটিশে সরকারি নিয়ম না মেনে তাদেরকে চাকরি থেকে ছাটাই করার পায়তারা করছে কারখানা কর্তৃপক্ষ। ময়মনসিংহ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আলী পাঠান জানান, কটন গার্মেন্টস কর্তৃপক্ষ সকালে কিছু শ্রমিকদেরকে কাজে যোগ দিতে না দেয়ায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে দেয়।
আলোকিত প্রতিদিন/৪ জুন ‘২০/এসএএইচ