সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধায় এক ব্যবসায়ির দোকান থেকে সরকারি ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গত( ১ জুন) সোমবার দিবাগত রাতে সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) সিরাজুল ইসলাম পুলিশসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লেংগা বাজারের চাল ব্যবসায়ি রাজা মিয়ার দোকান থেকে ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করে। উদ্ধারকৃত চাল অতি দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি মূল্যে বিক্রয়ের খাদ্যবান্ধন কর্মসূচীর না অন্য কোন সরকারি কর্মসূচীর তা জানা যায়নি। এসময় দোকানে ওএমএসের চালের খালি বস্তা পাওয়া যায়। দোকানটি সিলগলা করা হয়েছে। চাল ব্যবসায়ী রাজা মিয়া পলাতক রয়েছে। সিরাজুল ইসলাম বলেন, যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে অচিরেই আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বাদলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ