না ফেরার দেশে চলে গেলেন মানিকগঞ্জের প্রবীণ সাংবাদিক এমএ ওয়াহেদ তারা মিয়া

0
406

মানিকগঞ্জ প্রতিনিধি : গতকাল (৩১ মে) বিকেল চারটায় বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ সাংবাদিক এমএ ওয়াহেদ তারা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া….. রাজিউন)। মানিকগঞ্জ শহরের পূর্বদাশরায় তার নিজস্ব বাসভবনে বার্ধক্য জনিত কারণে তার ইন্তেকাল হয়েছে বলে জানা গেছে। এ সময়ে তার বয়স হয়েছিল আশি বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য আত্নীয় স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। মানিকগঞ্জ দরবার শরীফে মাগরিব বাদ প্রথম জানাজা এবং মরহুমের গ্রামের বাড়ি বেতিলার নালোড়া গ্রামের মসজিদ প্রাঙ্গণে বাদ এশা ২য় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে মানিকগঞ্জের সকল সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রধানগণ শোকবার্তা জানিয়েছেন। বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদে তার অগ্রণি ভূমিকা ছিল। তার মৃত্যুতে মানিকগঞ্জের সাংবাদিক সমাজ ও মানিকগঞ্জবাসী এমন একজন জ্ঞাণী-গুনী ও দেশপ্রেমিক দরদী মানুষকে হারালো, যা অপূরুণীয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন/১ জুন-২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here