ঘিওরে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার ৩

0
523

সৈয়দ এনামুল হুদা: মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বড়টিয়া বাজারের পাশে ওই গৃহবধূ গণধর্ষণের শিকার হন। তিনি এক সন্তানের জননি।
গ্রেফতারকৃতরা হলেন, বড়টিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের সলিম মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (২০), শাজাহান মিয়ার ছেলে রাবিক মিয়া (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেদোয়ান (২০)। এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম জানান, নির্যাতনের শিকার হওয়া গৃহবধূর স্বামীর বাড়ি বড়টিয়া ইউয়িনের মৌহালী গ্রামে। ঈদের আগের দিন তিনি পার্শ্ববর্তী কর্জনা গ্রামে বাবার বাড়িতে যান। ঘটনারদিন বুধবার সকালে তিনি বাবার বাড়ি থেকে ফ্লেক্সিলোড করতে বড়টিয়া বাজারে আসেন। সেখানে তার চাচাতো দেবর ওয়াসিম কথা বলার জন্য বাজারের পাশের একটি নির্জন ভিটায় নিয়ে যায়। এরপর ওয়াসিম ও তার ৭/৮ জন সহযোগী তাকে গণধর্ষণ করে।
তিনি আরো জানান, বুধবার রাতে গৃহবধূর মা ওয়াসিমসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। রোববার রাতে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আলোকিত প্রতিদিন/১ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here