আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

এবারের এসএসসি’র কৃতিমুখ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

এসএসসি-২০২০ এর ফলাফল প্রকাশ হওয়ার পর জিপিএ-৫ প্রাপ্তদের সাথে কথা বলেছেন- আহসান হাবীব। তিনি জানিয়েছেন কৃতি শিক্ষার্থীদের কিছু কথা।

১. নাম :আল আমিন
মাতা : মোসা: সেরিনা বেগম, পেশায়- গৃহিণী
পিতা : মো: মাইনুল ইসলাম, পেশায়- ব্যবসা
স্কুল : শিবগঞ্জ সরকারি হাই স্কুল
শিক্ষা বোর্ড : রাজশাহী
ফলাফল : A+
বড় হয়ে কী হতে চাও : ডাক্তার
শখ : খেলা ধুলা
আলোকিত প্রতিদিনের পাঠকদের উদ্দেশে কোনো কথা থাকলে : সৎ ও দেশ প্রেমিক মানুষ হয়ে এলাকার মানুষের সেবায় ও দেশের সেবায় কাজ করতে চাই।

***********

২. আব্দুল ওয়াহাব সাকিব

- Advertisement -

মাতা : রোজিনা আক্তার, পেশায়- গৃহিণী
পিতা : মাওলানা তৈয়ব, পেশায়- ব্যবসা
স্কুল : চকরিয়া গ্রামার স্কুল, কক্সবাজার
শিক্ষা বোর্ড : চট্টগ্রাম
ফলাফল : গোল্ডেন এ+
বড় হয়ে কী হতে চাও : ডাক্তার
শখ : ফটোগ্রাফি
আলোকিত প্রতিদিনের পাঠকদের উদ্দেশে কোনো কথা থাকলে : লক্ষ্যকে বাস্তবতায় রূপ দিতে অলসসতা পরিহার করতে হবে।
নিজের মন যেভাবে চায় সেভাবে চলতে দেয়া যাবে না।

***************

৩. নাম : আজমাল ফুয়াদ
মাতা : মোসা: মাকসুদা ইয়াসমিন, পেশায়- গৃহীনি
পিতা : মো. আনোয়ারুল ইসলাম, পেশায়- চাকুরী
স্কুল : রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
শিক্ষা বোর্ড : রাজশাহী
ফলাফল : জিপিএ-৫
বড় হয়ে কী হতে চাও : আদর্শ মানুষ
শখ : ছবি তোলা, ভ্রমণ করা।

আলোকিত প্রতিদিন/১ জুন-২০২০/জেডএন

- Advertisement -
- Advertisement -