[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

সাটুরিয়ায় কৃষকের ধান কেটে দিলো প্রশাসন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মানিকগঞ্জ, প্রতিনিধিঃ  মানিকগঞ্জের সাটুরিয়ার কৃষকের ধান কেটে দিলো উপজেলা প্রশাসন।  আজ (৩১ মে) রোবরার সাটুরিয়া উপজেলা প্রশাসন চত্বরের সামান্য দক্ষিণে পূর্ব কূষ্টিয়া চকে জনৈক গরিব কৃষকের পাঁকা ধান কেঁটে দিলেন সাটুরিয়া উপজেলা প্রশাসন। উক্ত ধান কাঁটা এ মহতী অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের নেতৃত্বে  অংশ গ্রহণ করেন সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তের কৃষি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান এবং সাটুরিয়া উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের প্রকৌশলী এ এস এম তৈয়বুর রহমান প্রমূখ। উপজেলার পূর্ব কূষ্টিয়া গ্রামের মোঃ শুকুর আলীর পুত্র মোঃ কোরবান আলী একজন হত দরিদ্র মানুষ বিধায় তার ১৮ শতাংশ জমির পাঁকা ধান আজ কেঁটে দিলেন সাটুরিয়া উপজেলা প্রশাসন। বিষয়টি সত্যিই প্রশংসার দাবীদার এতে কোনো সন্দেহ নেই। প্রশাসন স্বপ্রনোদিত হয়ে একজন গরিব কৃষকের পাঁকা ধান কেঁটে দিয়ে এলাকায় নজির বিহীন মহতী বিরল দৃষ্টান্ত স্হাপন করলেন বলে জানায় সচেতন এলাকাবাসী। ওই জমিতে কমপক্ষে ১২/১৩ মন ধান উৎপাদন হবে বলে জানান কৃষক কোরবান আলী।

 

আলোকিত প্রতিদিন /৩১ মে ‘২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -