সংবাদদাতা, নাটোর : “তামাক কোম্পানীর কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুনদের বাঁচাও” এই শ্লোগানকে সামনে নিয়ে নাটোরে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস। আজ (৩১ মে) রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো: শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার, সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন প্রমূখ।
আলোকিত প্রতিদিন/৩১ মে ‘২০/এসএএইচ