প্রতিনিধি, দিনাজপুর : বর্তমান বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে লকডাউন পরিস্থিতির কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন, রংপুর শাখা হতে ত্রাণ সামগ্রী বিজিবি দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় ইউনিটের পার্শ্ববর্তী এলাকা এবং সীমান্তবর্তী গরিব অসহায় ও দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গত ২৪ মে ২০২০ তারিখে পবিত্র ঈদ-উল-ফিতরের উপহার হিসেবে দিনাজপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সদর উপজেলার পূর্ব/দক্ষিণ দপ্তরীপাড়া এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ১ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি এ্যাংকার ডাল, ৫শ গ্রাম লবণ, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে ব্যাটালিয়ন সদরের পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দপ্তরীপাড়া ফুটবল মাট প্রাঙ্গণে লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম অধিনায়ক দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম উপ-অধিনায়ক উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য , ইতিপূর্বে ২৯ এপ্রিল, ১০ মে এবং ২৩ মে ২০২০ তারিখে দিনাজপুর সদর উপজেলা এবং দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ১৯টি বিজিপি ‘র দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩ হাজার ৮শ সীমান্তবর্তী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে ত্রাণ বিতরণের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মোঃ রেজাউল করিম অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানান।
আলোকিত প্রতিদিন/৩১ মে ‘২০/এসএএইচ