আজ এসএসসির ফল প্রকাশ পেয়েছে। রাজশাহীর দুই কৃতিমুখ মো: সারোয়ার জাহান ও সাকীফ বিন আলম। দু’জনই জিপিএ-৫ পেয়েছে। ফলাফল পাওয়ার পর তাদের সাথে কথা বলেন- আহসান হাবীব।
১. নাম : মো: সারোয়ার জাহান
মাতা : মোসা: রাজিয়া বেগম, পেশায়- গৃহিণী
পিতা : মো: জহরুল ইসলাম, পেশায়- শিক্ষক
স্কুল : শিবগঞ্জ সরকারি হাই স্কুল
শিক্ষাবোর্ড : রাজশাহী
ফলাফল : A+
বড় হয়ে কী হতে চাও : ইন্জিনিয়ার
শখ : খেলাধুলা
****************
২. নাম: সাকীফ বিন আলম
মাতা: মোছাঃ মোহছেনা খাতুন
পেশা: অধ্যাপনা
পিতা: ড. মুহা. খোরশেদুল আলম, পেশায়- অধ্যাপক
জেলা: নওগাঁ
উপজেলা : মান্দা
ইউনিয়ন: তেঁতুলিয়া
স্কুল : মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী।
শিক্ষাবোর্ড: মাদরাসা শিক্ষাবোর্ড
ফলাফল : GPA-5
লক্ষ্য : আলেমে দ্বীন
কিছু কথা: জীবনের প্রতিটি ভুল থেকে শিখার চেষ্টা করি।
আলোকিত প্রতিদিন/৩১ মে-২০২০/জেডএন