২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৮, নতুন শনাক্ত ১৭৬৪

0
415

সৈয়দ এনামুল হুদা :  দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুনভাবে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭ শত ৬৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৬০৮।আজ
শনিবার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৯ হাজার ৯৮৭টি । এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৯৭ হাজার ৫৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও ১ হাজার ৭৬৪ জনের দেহে, ফলে দেশে মোট আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬০৮ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৩৬০ জন। ফলে এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল নয় হাজার ৩৭৫ জনে।

 

আলোকিত প্রতিদিন/৩০ মে ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here