সাভার দেওগাঁওয়ের চুরির মালামাল রাজাশনে উদ্ধার

0
1403

সাভার, প্রতিনিধি :  সাভার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দেওগাঁও এলাকায় একটি স্কুল এবং গরুর ফার্মে চুরি হওয়া ১৭টি ফ্যান ও ১টি মটর রাজাশন এলাকা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
জানা গেছে, গত এক সাপ্তাহ আগে দেওগাঁও এলাকার বাসিন্দা মজিবর রহমানের গরুর ফার্ম থেকে একটি মটর এবং চারটি ফ্যান চুরি হয়। এরই ধারাবাহিকতায় আবার গত ২৯ মে ভোর রাতে দেওগাঁও জয়তুননেছা স্কুল থেকে ১৩টি ফ্যান চুরি হয়।স্থানীয়রা জানান, ঘটনারদিন রাতে অপরিচিত এক ব্যক্তিকে স্কুলের আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা গিয়েছিলো।সেই সূত্র ধরে আজ (৩০ মে) সকালে অপরিচিত ঐ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা।
এক পর্যায়ে চুরির ব্যাপারে সবকিছু শিকার করে বলেন,তার নাম নাজমুল তিনি রাজাশন এলাকায় হারুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। ঘটনারদিন রাতে গরুর ফার্ম থেকে একটি মটর এবং চারটি ফ্যান চুরি করি এরপর আবার গত কয়েক দিন আগে ভোর রাতে স্কুল থেকে ১৩টি ফ্যান চুরি করে সবগুলো রাজাশন এলাকার দুটি সার্ভিসিংয়ের দোকানে এবং একটি ভাঙ্গারীর দোকানে মোট ৬ হাজার টাকা বিক্রি করি। পরে স্থানীয়রা তার কথার সূত্র ধরে তিনটি
দোকান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে।
ভুক্তভোগীরা জানান,এ বিষয়ে সাভার মডেল থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
করোনা পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে ক্ষমা করে দিয়ে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।

 

আলোকিত প্রতিদিন /৩০ মে ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here