::প্রতিনিধি , নওগাঁ::
নওগাঁ জেলায় নতুন করে ৩ পুলিশসহ মোট ১৩ জন ব্যক্তি করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৯ জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে গতকাল শুক্রবার রাতের প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে জানা যায়, আক্রান্ত ওই ১৩ ব্যক্তির মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৩ পুলিশ সদস্যসহ ৯ জন, পোরশা উপজেলায় ১ জন, মান্দা উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১ জন এবং ধামইরহাট উপজেলায় ১ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আটজনকে। এদের মধ্যে বদলগাছী উপজেলায় পাঁচজন এবং আত্রাই উপজেলায় তিনজন।
কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৭ হাজার ৪৯৩ জনকে। গতকাল শুক্রবার পর্যন্ত ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৬ হাজার ৫৪৮ জনকে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৪৫ জন। বর্তমানে হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৩ জন।