সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার সদরের গিদারীতে গৃহবধু মিতুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাউন্সিলের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঈদের দিন রাতে মিতু বেগমকে তার শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে পাশ্ববর্তী প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করে। পরে মিতুর পরিবারের লোকজনের সন্দেহ হলে গাইবান্ধা সদর থানায় স্বামী রাসেল মিয়াকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উৎঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/২৮ মে ‘২০/এসএএইচ