নোয়াখালীতে আরও ৭৭ জনের কোভিড-১৯ শনাক্ত

0
351

::প্রতিনিধি, নোয়াখালী::
নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ৭৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলেন ৩৫২ জন। শুক্রবার এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. মোমিনুর রহমান।
সিভিল সার্জন বলেন, ‘নতুন আক্রান্ত ৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয় বুধ ও বৃহস্পতিবার। তারপর পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। শুক্রবার পরীক্ষার প্রতিবেদন আসে।’ তিনি আরও বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জন মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা বাড়িতে আছেন।’
এখন পর্যন্ত জেলায় কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর মারা গেছেন পাঁচজন এবং ২৭ জন সুস্থ হয়েছেন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here